সহজে ইংরেজি শেখার উপায় | ইংরেজি শেখার সহজ উপায় জানুন

সহজে ইংরেজি শেখার উপায় জানতে চান? কিংবা ইংরেজি শেখার সহজ উপায় খুঁজছেন? ইংরেজি বলতে বা লিখতে ভয় পান? দুচিন্তার কোনো কারণ নেই। আজকের পোস্টটি সম্পূর্ণ পড়লে সহজে ইংরেজি শেখার উপায়গুলো জানতে পারবেন এবং ইংরেজি ভীতি দূর হবে।

 

আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। যা আমরা জন্মের পর থেকেই আশেপাশের মানুষজনদের কাছ থেকে শুনে আসছি।

তাই, আমরা চাইলেই একজন ইংরেজ (অর্থাৎ, ইংরেজিই যার মাতৃভাষা) এর সাথে তার মতো অনর্গল ইংরেজি বলতে পারবো না। তবে, কিছু উপায় অনবলম্বন করে আমরা সহজে ইংরেজি শেখার উপায় সম্পর্কে জেনে যাবো এবং লেখায় দক্ষ হয়ে যাবো।

চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, সহজে ইংরেজি শেখার উপায় সম্পর্কে।

সহজে ইংরেজি শেখার উপায় | ইংরেজি শেখার সহজ উপায় জানুন

সহজে english শেখার উপায় | খুব সহজে ইংরেজি শেখার উপায়

চেষ্টার মাধ্যমে অনেক কঠিন কাজও খুব সহজেই করা যায়। এক্ষেত্রে প্রয়োজন বেশি বেশি অনুশীলন, ধৈর্য, কিছু সুনির্ধারিত নিয়মনীতি আর নিয়মানুবর্তীতা।

আর সহজে english শেখার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু নয়। চেষ্টা করে খুব সহজে english এ দক্ষতা বাড়ানো সম্ভব। নিচে বর্ণিত নিয়মগুলো অনুসরণ করলে খুব সহজে ইংরেজি শেখার উপায় ও ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় কিংবা ইংরেজিতে কথা বলার সহজ উপায়গুলো সম্পর্কে জানতে পারবেন।

সহজে ইংরেজি শেখার উপায়

সহজে ইংরেজি শেখার উপায় জানতে আমাদের আগেই জানা উচিত, যেকোনো ভাষা আয়ত্ত করা জন্য ৪টি দক্ষতা অর্জন করতে হয়। যথা:

১। শোনার দক্ষতা

২। বলার দক্ষতা

৩। পড়ার দক্ষতা

৪। লেখার দক্ষতা

এমনিভাবে, সহজে ইংরেজি শেখার উপায় জানতেও এই দক্ষতাগুলো অর্জনের উপায় সমূহ আমার মতবাদের ভিত্তিতে নিম্নে উল্লেখ করছি।

 সহজে ইংরেজি শেখার উপায় সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইটের লেখা: ক্লিক

১। ইংরেজি শোনার দক্ষতা বৃদ্ধি

এটি সহজে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর প্রাথমিক ধাপ। কেননা আমরা আমাদের মাতৃভাষা বাংলা আয়ত্ত করেছি আমাদের আশেপাশের মানুষজনদের কাছ থেকে শুনে শুনেই।

আর বাংলার মতো ইংরেজি বা যেকোনো ভাষা আয়ত্ত করতে চাইলে সেই ভাষা বেশি বেশি শুনতে হবে। আর শোনার দক্ষতা (Listening Skill) উন্নত করতে –

➡ ইংরেজি গান শোনা:

সহজে ইংরেজি শেখার উপায় শিখতে বেশি বেশি ইংরেজি গান শুনুন। যদিও ছাত্রজীবনে এর সুযোগ ততটা থাকে না, তাও অবসরে বেশি বেশি ইংরেজি গান শোনা যেতে পারে, সহজে ইংরেজি শেখার উপায় জানতে।

➡ লেখা পড়ার সাথে সাথে অডিও বেশি শোনা:

এই দক্ষতা বাড়াতে, লেখাগুলো পড়ার সাথে সাথে অডিও প্লেয়ারে শোনা ভালো। অনেক ওয়েবসাইটে প্রদত্ত লেখাগুলো অডিও আকারেও যুক্ত থাকে।

➡ বারবার একই জিনিস শোনা:

শোনা এবং পুনরায় আবার শোনা। কেননা একই শব্দ বারবার শুনতে শুনতে তা আয়ত্তে এসে যাবে। সেইজন্য একই অডিও আর্টিকেল বারবার শুনতে হবে, ইংরেজি শেখার সহজ উপায় এটি।

তাই একই শব্দগুলো প্রতিদিন ই নির্দিষ্ট কিছু সময় করে প্রতি সপ্তাহে শোনা।

➡ কঠিন শব্দের উচ্চারণ:

কঠিন শব্দগুলোর প্রোনান্সিয়েশন (উচ্চারণ) ডিকশনারি থেকে বা ‘গুগল ডিকশনারি‘ (‘Google Dictionary‘) থেকে সার্চ করে তার অডিও শুনে নেওয়া।

➡ শোনার সময় একই সাথে শব্দগুলো দেখা:

এই প্রক্রিয়াটি ইংরেজি শোনার দক্ষতা বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পদক্ষেপ।

কান দিয়ে যে শব্দগুলো আমরা অডিও এর মাধ্যমে শুনি, তা যদি আমরা একই সাথে চোখ দিয়ে দেখিও তাহলে আমাদের মস্তিষ্ক কানের শোনা শব্দগুলো ও চোখে দেখা অক্ষরগুলোর মাঝে খুব সহজেই সম্পর্ক স্থাপন করতে পারবে। যা এক্ষেত্রে খুবই প্রয়োজন।

➡ অল্প অল্প করে শুরু করা:

কোনো কিছুই খুব দ্রুত করার চিন্তাভাবনা করা উচিত নয়। তাই, অতিরিক্ত না পড়ে, প্রতিদিন অল্প করে শুরু করা খুব জরুরি।

➡ ইংরেজি সাবটাইটেলযুক্ত সিনেমা দেখা:

এটি আমার মতে ইংরেজি শেখার সহজ উপায়গুলোর অন্যতম প্রধান একটি মাধ্যম। কেননা, ইংরেজি সাবটাইটেলযুক্ত সিনেমাগুলো দেখলে আমাদের ইংরেজি শেখার দক্ষতা অনেকটাই বেড়ে যায়, এবং ইংরেজি শেখা সহজ হয়ে যায়।

২। ইংরেজি বলার দক্ষতা বৃদ্ধি

ইংরেজিতে দক্ষতে অর্জন বলতেই আমরা মনে করে থাকি এই দক্ষতাকে। কেননা এই দক্ষতার অনেকটাই বিচার করা হয় ইংরেজি বলার দক্ষতা বিবেচনা করে।

আর, যে ইংরেজি বলায় নিজের পারদর্শিতা দেখাতে পারে, তাকেই ইংরেজিতে দক্ষ বলে বিবেচনা করা হয়। আর আমরা যতো চেষ্টা করবো, ততো এতে দক্ষ হয়ে উঠতে পারবো।

ইংরেজি বলার দক্ষতা বৃদ্ধির কিছু উপায় নিচে লেখা হলো যা আমি মনে করি:

➡ নিজের সাথে নিজে কথা বলা:

কী? আমি কি কোনো হাসির কথা বলে ফেললাম নাকি! হ্যা, কথাটা হাসির হলেও গুরুত্বপূর্ণ।

কেননা, প্রথম প্রথম ইংরেজি বলতে গেলে একটু আকটু ভুল হলেই। তাই বলে চেষ্টার বিকল্প নেই। সেইজন্য, প্রথমে নিজের সাথে নিজে কথা বলার চেষ্টা করতে হবে। এতে নিজের আত্মবিশ্বাস (Confidence) অনেকাংশে বেড়ে যাবে।

একাকি থাকলে আয়নার সামনে নিজের সাথে নিজে কথা বলা যেতে পারে। এতে কথা বলার অঙ্গভঙ্গিও ঠিক হয়।

➡ খুব কাছের বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলা:

নিজের খুব কাছের বন্ধু বা আপনজনের সাথে ইংরেজিতে কথা বলা চর্চা করা যেতে পারে। এতে দুর্বলতা অনেকাংশে কমে যায়। আর কাছের বন্ধুরা আমাদের ভুল-ভ্রান্তির জন্য হাসি তামাশাও করবে না। এটিও ভালো একটি উপায়।

➡ বার বার চেষ্টা করা:

যতো ভুলই হোক না কেনো, সহজে ইংরেজি শেখার উপায় আয়ত্ত করার জন্য বার বার চেষ্টা করা।

প্রথমত, ভুল হলে কেউ হাসি ঠাট্টা করলেও হাল ছেড়ে দেয়া যাবে না কেননা কোনো কাজই বিনা পরিশ্রমে হয় না।

৩। ইংরেজি পড়ার দক্ষতা বৃদ্ধি

ইংরেজি রিডিং পড়ার দক্ষতা বিশেষকরে ছাত্র জীবনের জন্য খুবই দরকার। আর মৌখিক অনেক পরীক্ষায় ইংরেজি দেখে পড়তে দেয়া হয়।

 সেক্ষেত্রে বেশি বেশি ইংরেজি সংবাদপত্র, মাসিক ম্যাগাজিন, নিউজ ইত্যাদি দেখতে হবে আর তার সাথে তা পড়ারও চেষ্টা করতে হবে।

➡ বেশি বেশি ইংরেজি গল্পের বই পড়ার অভ্যাস করতে হবে।

৪। ইংরেজি লেখার দক্ষতা বৃদ্ধি

এখন বলবো সহজে ইংরেজি শেখার উপায় এবং ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে। উপায়গুলো হলো:

➡ যত পারো তত পড়:

লেখার দক্ষতাটি তো অনেক পরের বিষয়। কেননা, শোনার দক্ষতাটা অনেকাংশে বলার দক্ষতার সাথে সম্পর্কযুক্ত। আর পড়ার দক্ষতাটি লেখার দক্ষতার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

তাই, ভোকেবোলারি, গ্রামাটিকাল কিছু ত্রুটি এড়াতে বেশি বেশি পড়ার বিকল্প নেই। আর কোনো কিছু লেখতে গেলে ঐ বিষয়ে ভালোভাবে না জেনে বা না পড়ে লেখাটা অসম্ভবপ্রায়।

➡ ইংরেজি ডিকশনারী বা অভিধান সঙে রাখা:

একটি ইংরেজি – বাংলা অভিধান হাতের নাগালে রাখলে লেখার সময় সঠিকভাবে নিশ্চিত হয়ে লেখা যাবে। সহজে ইংরেজি শেখার উপায়

➡ লেখার আগে ও পরে বানান যাচাই করা:

আপনি যখন কোনো শব্দে বানান ভুল দেখবেন তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই তা ভালো লাগবে না।

তাই, অন্য কেউ বা কোনো পরীক্ষক যদি খাতায় বানান ভুল দেখে, তখন সে খুবই বিরক্ত হয়ে যাবে।

তাই, লেখার আগে যেমন বানান নিশ্চিত হয়ে লেখা জরুরি তেমনি লেখার পরেও রিভাইজ করে বানান সঠিক করাটা অত্যন্ত জরুরি।

➡ ইংরেজি ব্যাকরণ বা গ্রামারে বিশেষ জোড় দেয়া:

ইংরেজি লেখার দক্ষতা যতই বাড়ানো হোক না কেনো, গ্রামার শেখা ছাড়া ইংরেজি শেখাটা নুন ছাড়া তরকারির মতো।

আর ব্যাকরণকেই যেকোনো ভাষার প্রাণ বলা হয়। তাই, ইংরেজি শেখার সহজ উপায় আয়ত্ত করার জন্য গ্রামারের প্রতি জোর দিন।

➡ কঠিন ইংরেজি শব্দ নোট করা:

নিজের দুর্বলতা কাটানোর জন্য একটি ডায়রিতে কঠিন শব্দগুলো নোট করতে হবে। যাতে অবসরে ঐসব শব্দগুলো ঝালাই করে নেয়া যায়।

➡ অনুচ্ছেদ বা রচনা প্রনয়ণ করা শেখা:

নির্দিষ্ট কিছু বিষয় এর উপর অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ (Paragraph) লেখা চর্চা করা ইংরেজি লেখার দক্ষতা বৃদ্ধির অন্যতম সহজ এক উপায়।

তাই, বেশি বেশি ইংরেজি অনুচ্ছেদ লিখতে হবে। এতে প্রথম প্রথম বানান ভুল হলেও পরে তা ঠিক হয়ে যাবে।

➡ যা লিখেছো তা অন্য কাউকে দিয়ে পড়ানো:

ইংরেজি শেখার সহজ উপায় এটি। নিজের লেখা প্যারাগ্রাফ (Paragraph) বা Composition অন্য কাউকে দিয়ে পড়ানো গেলে লেখার মধ্যকার ভুল খুব সহজেই চিহৃিত করে তা সংশোধন করা যায়।

এভাবে ইংরেজি লেখার দক্ষতার উন্নয়ন ঘটানো অনেকাংশেই সম্ভব।

সহজে ইংলিশ শিখার উপায় | ইংলিশ শিখার সহজ পদ্ধতি

উপরের বণিত উপায়গুলো অর্থাৎ, প্রথমে ইংরেজি শোনার দক্ষতা, তারপর বলার দক্ষতা, তারপর পড়ার দক্ষতা এবং ইংরেজি লেখার দক্ষতা বাড়ানোর মাধ্যমে সহজে ইংলিশ শিখা যায় এবং ইংলিশ শিখার সহজ পদ্ধতি গুলো আয়ত্ত করা যায়।

তাই, সহজে ইংলিশ শিখার উপায় গুলো এখনই ভালোভাবে অনুশীলন করার মাধ্যমে ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন।

সহজে ইংলিশ শেখার উপায় | সহজে ইংরেজি গ্রামার শেখার উপায়

সহজে ইংলিশ শেখার উপায় জানতে চাচ্ছেন? কিংবা সহজে ইংরেজি গ্রামার শেখার উপায় গুলো দেখতে চাচ্ছেন?

অনুশীলন! হ্যা, আপনি যতো অনুশীলন করবেন সহজে ইংরেজি শেখার উপায় গুলো আপনার কাছে আরো সহজ হয়ে উঠবে। এবং সহজে ইংলিশ শেখার জন্য দৈনিক ইংরেজি চর্চা করুন।

শুধু চর্চা করলেই হবে না, আপনি যা শিখলেন তার ওপর পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করুন। আর ইংরেজি গ্রামার শেখার জন্য আপনার নির্দিষ্ট টপিক বা বিষয়ের ওপর ইউটিউব বা গুগলে সার্চ করে দেখে নিন।

শেষকথা:

আমার বর্ণিত উপায়গুলোই যে একমাত্র সহজে ইংরেজি শেখার উপায় তা মোটেও নয়। এছাড়া অসংখ্য উপায় রয়েছে। তবুও আমি, মূলত ক্রমান্বয়ে একটু ভিন্ন উপায়ে বোঝানোর চেষ্টা করেছি যে, ইংরেজিতে কিভাবে একটু দক্ষতা বাড়ানো যায়, ইংরেজি শেখার সহজ উপায় কি ইত্যাদি। আসা করি একটু ধৈর্য্য ধরে পুরোটা পড়লে হতাশ হবেন না।

সহজে ইংরেজি শেখার উপায় | ইংরেজি শেখার সহজ উপায় জানুন” পোস্টটি আর দীর্ঘ করছি না। লেখার মাঝে ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আজকের মতো “ইংরেজি শেখার সহজ উপায়” এবং “সহজে ইংরেজি শেখার উপায়” নিয়ে আলোচনার ইতি টানছি এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

Leave a Comment