আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? মূলত বেশ কয়েকটি দিক যেমন জনসংখ্যা, আয়তন, মুসলিম নাগরিকের সংখ্যা, শতকরা মুসলিমের হার ইত্যাদি বিবেচনায় দেশগুলো সম্পর্কে আলোচনা করা হবে এই পোস্টে। চলুন জেনে নেই বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ সম্পর্কে অনেকেরই কৌতুহল থাকতে পারে। থাকাটাই স্বাভাবিক। কেননা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ধর্মাবলম্বী হলো ইসলাম।
বর্তমানে বিশ্বের ২৪.৯% মানুষ মুসলিম। বিশ্বজুড়ে প্রায় ২.৩৮২ বিলিয়ন (২৩৮.২ কোটি প্রায়) মানুুষ মুসলিম ধর্মের অনুসারী। (২০২০ সালের হিসাব অনুযায়ী)
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি | আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ
আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হলো কাজাখস্তান। আয়তনের দিক থেকে দেশটি মুসলিম দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে, যদিও দেশটির মুসলিম জনসংখ্যার হার অন্য অনেক দেশের তুলনায় অনেক কম।
কাজাখস্তানের রাজধানী নুর-সুলতান এবং দেশটির ১৮.২ মিলিয়ন (2018) জনসংখ্যার ৭০.২ শতাংশ মুসলিম। ২,৭০০,০০০ বর্গকিলোমিটার (১,০০,০০০ বর্গ মাইল) এর দেশটিই বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ।
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের তালিকা
- কাজাখস্তান (২,৭২৪,৯০০ বর্গ কিলোমিটার)
- আলজেরিয়া (২,৩৪১,৭৪১ বর্গ কিলোমিটার)
- সৌদি আরব (২,১৪৯,৬৯০ বর্গ কিলোমিটার)
- ইন্দোনেশিয়া (১,৯০৪,৫৬৯ বর্গ কিলোমিটার)
- সুদান (১,৮৬১,৪৮৪ বর্গ কিলোমিটার)
- লিবিয়া (১,৭৫৯,৫৪০ বর্গ কিলোমিটার)
- ইরান (১,৬৪৮,১৯৫ বর্গ কিলোমিটার)
- নাইজার (১,২৬৭,০০০ বর্গ কিলোমিটার)
- মালি (১,২৪০,১৯২ বর্গ কিলোমিটার)
- মৌরিতানিয়া (১,০২৫,৫২০ বর্গ কিলোমিটার)
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি | জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ
জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া। ১৯,০৪,৫৬৯ বর্গকিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় ২৬,৬৫,০০,০০০ (২০১৭ সালের হিসাব অনুযায়ী) এবং তারমধ্যে প্রায় ২৩,১০,০০,০০০ জন মুসলিম। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ এটি।
জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
পাকিস্তান। পাকিস্তান জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ।
জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের তালিকা
- ইন্দোনেশিয়া (২৩১,০০০,০০০)
- পাকিস্তান (২১২,৩০০,০০০)
- ভারত (২০০,০০০,০০০)
- বাংলাদেশ (১৫৩,৭০০,০০০)
- নাইজেরিয়া (৯৫,০০০,০০০–১০৩,০০০,০০০)
- মিশর (৮৫,০০০,০০০-৯০,০০০,০০০)
- ইরান (৮২,৫০০,০০০)
- তুরস্ক (৭৪,৪৩২,৭২৫)
মজার ব্যাপার হলো, উপরে তালিকাভুক্ত কিছু দেশ আয়তনের দিক থেকে অনেক ছোট হওয়া সত্বেও সামগ্রিকভাবে সবচেয়ে বেশি মুসলিম নাগরিকের দেশ।
শতকরার দিক দিয়ে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ
শতকরার দিক দিয়ে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ মালদ্বীপ। ভিন্ন মতে, মৌরিতানিয়া। বেশ কয়েকটি সূত্রে জানা যায়, শতকরার দিক দিয়ে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ হলো মৌরিতানিয়া। তবে শতকরা ১০০ ভাগ মুসলিম দেশ মালদ্বীপ। যদিও এ দেশের জনসংখ্যা অনেক কম।
বিশ্বে শতকরার দিক দিয়ে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশের তালিকা
- মালদ্বীপ (100%)
- মৌরিতানিয়া (99.9%)
- সোমালিয়া (99.8%)
- তিউনিসিয়া (99.8%)
- আফগানিস্তান (99.7%)
- আলজেরিয়া (99.7%)
- ইরান (99.4%)
- ইয়েমেন (99.2%)
- মরক্কো (99%)
- নাইজার (98.3%)
বিশ্বে মুসলিম দেশ কয়টি | বিশ্বের মুসলিম দেশ
পৃথিবী 1.9 বিলিয়নেরও বেশি মুসলমানের বাসস্থান। এছাড়াও ইসলাম বিশ্বের দ্রুত বর্ধনশীল ধর্ম। ইসলামী জনসংখ্যার প্রধানত 1.5 বিলিয়ন সুন্নি মুসলমান এবং 240-340 মিলিয়ন শিয়া মুসলমানদের মধ্যে বিভক্ত। বাকিরা কয়েকটি ছোট সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্ত।
World Population Review এর মতে, বর্তমানে বিশ্বে আনুমানিক 50টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে, যদিও সুনির্দিষ্ট সংখ্যা উৎসের উপর নির্ভর করে কিছুটা আলাদা হবে।
Wikipedia এর মতে, বিশ্বে মুসলিম প্রধান দেশ ৫৬ টি। এবং ৭৫০ কোটি জনসংখ্যার প্রায় ১৯০ কোটির বেশি মুসলিম।
আবার, অন্যান্য অনেক সূত্রে জানা যায়, বিশ্বে মুসলিম দেশ মোট ৫৭ টি।
রাজধানী সহ ৫৭ টি মুসলিম দেশের তালিকা
S.No | দেশ | রাজধানী |
---|---|---|
1 | আফগানিস্তান | কাবুল |
2 | আলবেনিয়া | তিরানা |
3 | আলজেরিয়া | আলজেরিয়ার |
4 | আজারবাইজান | বাকু |
5 | বাহরাইন | মানামা |
6 | বাংলাদেশ | ঢাকা |
7 | বেনিন | পোর্তো- নভো |
8 | ব্রুনাই | বন্দর সেরি বেগাওয়ান |
9 | বুর্কিনা ফাসো | ওয়াগাডুগু |
10 | ক্যামেরুন | ইয়াউন্ডে |
11 | চাদ | ন’জামেনা |
12 | কোমোরোস | মোরোনি |
13 | জিবুতি | জিবুতি শহর |
14 | মিশর | কায়রো |
15 | গ্যাবন | লিব্রেভিল |
16 | গাম্বিয়া | বনজুল |
17 | গিনি | কোনাক্রি |
18 | গিনি-বিসাউ | বিসাউ |
19 | গায়ানা | জর্জটাউন |
20 | ইন্দোনেশিয়া | জাকার্তা |
21 | ইরান | তেহরান |
22 | ইরাক | বাগদাদ |
23 | আইভরি কোস্ট | ইয়ামাউসসুক্রো |
24 | জর্ডান | আম্মান |
25 | কাজাখস্তান | নূর-সুলতান |
26 | কুয়েত | কুয়েত সিটি |
27 | কিরগিজস্তান | বিশকেক |
28 | লেবানন | বৈরুত |
29 | লিবিয়া | ত্রিপোলি |
30 | মালয়েশিয়া | কুয়ালালামপুর |
31 | মালদ্বীপ | পুরুষ |
32 | মালি | বামাকো |
33 | মৌরিতানিয়া | নোয়াকচট |
34 | মরক্কো | রাবাত |
35 | মোজাম্বিক | মাপুতো |
36 | নাইজার | নিয়ামী |
37 | নাইজেরিয়া | আবুজা |
38 | ওমান | মাস্কাট |
39 | পাকিস্তান | ইসলামাবাদ |
40 | প্যালেস্টাইন | প্যালেস্টাইন |
41 | কাতার | দোহা |
42 | সৌদি আরব | রিয়াদ |
43 | সেনেগাল | ডাকার |
44 | সিয়েরা লিওন | ফ্রিটাউন |
45 | সোমালিয়া | মোগাদিশু |
46 | সুদান | খার্তুম |
47 | সুরিনাম | পরমারিবো |
48 | সিরিয়া | দামেস্ক |
49 | তাজিকিস্তান | দুশানবে |
50 | যাও | লোমে |
51 | তিউনিসিয়া | তিউনিস |
52 | তুরস্ক | আঙ্কারা |
53 | তুর্কমেনিস্তান | আশগাবাত |
54 | উগান্ডা | কাম্পালা |
55 | সংযুক্ত আরব আমিরাত | আবু ধাবি |
56 | উজবেকিস্তান | তাসখন্দ |
57 | ইয়েমেন | সানার |
সংক্ষেপে:
- আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হলো কাজাখস্তান।
- জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া।
- শতকরার দিক দিয়ে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ মালদ্বীপ। (মতান্তরে মৌরিতানিয়া)
তথ্যসূত্র ও শেষকথা:
তথ্যগুলো উইকিপিডিয়া ও World Population Review এর প্রদানকৃত তথ্যের আলোকে নেয়া হয়েছে। ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি এখন আশা করি জেনে গিয়েছেন। আজকের পোস্ট এ পর্যন্তই। নিয়মিত পোস্টগুলো পেতে বিডি ব্লগ টাইম এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।