লুডু মাস্টার গেম ডাউনলোড করবো কিভাবে? এ ধরনের প্রশ্নগুলি গুগলে গিয়ে অনেকবার সার্চ করা হয়েছে। তাই আজকের পোস্টে থাকছে কিভবে লুডু মাস্টার গেম ডাউনলোড করবেন, সে সম্পর্কে।
আগের পোস্টে লুডু সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলাম। লুডু সফটওয়্যার ডাউনলোড এবং আরো বলেছিলাম লুডু কিং ডাউনলোড করব কিভাবে।
আজ আলোচনা করবো কিভাবে লুডু মাস্টার গেম ডাউনলোড করবেন। এবং ঘরে বসে খুব সহজেই আপনার মোবাইল বা পিসি থেকে লুডু মাস্টার গেম উপভোগ করতে পারবেন।
লুডু গেমসগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় লুডু গেমস হলো লুডু মাস্টার। আগেই জেনে নেয়া ভালো যে, ১০ মিলিয়ন+ ডাউনলোড করা, 4.2 স্টার প্লে স্টোর রেটিং এর গেমসটি দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠছে।
এখন দেখুন কিভাবে লুডু মাস্টার গেম ডাউনলোড এর প্রোসেসগুলো।
লুডু মাস্টার গেম ডাউনলোড | ludo master online
লুডু মাস্টার গেম ডাউনলোড কিংবা অনেক জনপ্রিয় লুডু মাস্টার জাভা গেম ইনস্টল করার জন্য অল্প কিছু ধাপ অতিক্রম করতে হবে। এগুলো হলো:
ধাপ – ০১:
আগেই আপনার মোবাইলে ডাটা বা ওয়াইফাই কানেকশন দিয়ে, আপনার এন্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর (Play Store) ওপেন করতে হবে।
ধাপ – ০২:
এন্ড্রয়েড এর প্লে স্টোর এর সার্চ বারে গিয়ে সার্চ করুন: Ludo Master
ধাপ – ০৩:
তারপর নিচের ছবিতে দেয়া স্ক্রিনশটের মতো একটি ইন্টারফেস চলে আসবে। এখন ‘Install‘ বাটনে ক্লিক করুন।
ধাপ – ০৪:
এখন লুডু মাস্টার ডাউনলোড হয়ে গেলে এপসটি ওপেন করে সহজেই একাউন্ট খুলে নিলেই কাজ শেষ।
এভাবেই আপনার এন্ড্রয়েড বা iOS (আইফোন) এ লুডু মাস্টার ডাউনলোড করে নিতে পারবেন।
১ ক্লিকে লুডু মাস্টার গেম ডাউনলোড করুন
পিসি বা ল্যাপটপে লুডু মাস্টার ডাউনলোড – ludo master download for pc
এন্ড্রয়েড এর থেকে একটু ভিন্ন প্রসেসে লুডু মাস্টার ডাউনলোড করতে হবে। চলুন দেখে নেই –
কম্পিউটার বা ল্যাপটপে লুডু মাস্টার গেমস ডাউনলোড করার জন্য –
পদ্ধতি ১: BlueStacks ব্যবহার করে পিসিতে লুডো মাস্টার ইনস্টল করুন
- প্রথমত, আপনাকে নীচের লিঙ্ক থেকে আপনার পিসিতে (উইন্ডোজ/ম্যাক) BlueStacks ডাউনলোড করতে হবে।
- আপনার পিসিতে (উইন্ডোজ/ম্যাক) BlueStacks Android Emulator ইনস্টল করতে আপনার ডাউনলোড করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
- এটি একটি সেটআপ উইজার্ড (wizard) চালু করবে। শুধু অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করুন এবং ইনস্টলেশন কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হবে।
- এটি ইনস্টল হয়ে গেলে, এমুলেটর চালু করতে আপনার ডেস্কটপে ‘BlueStacks’ আইকনে ক্লিক করুন।
- গুগল প্লে স্টোর খুলুন এবং এন্ড্রয়েড এর মতো করে সার্চ বারে “Ludo Master” টাইপ করুন।
- সার্চ ফলাফল থেকে লুডো মাস্টার অ্যাপটি খুঁজুন এবং ‘Install‘ এ ক্লিক করুন।
- আপনার পিসিতে (উইন্ডোজ/ম্যাক) লুডো মাস্টার ইনস্টল করতে অল্প কিছু সময় সময় লাগবে। ইন্টারনেট স্পিডের ওপর তা নির্ভর করবে।
- সফলভাবে ইনস্টল করার পর লুডু মাস্টার গেম ব্যবহার শুরু করতে BlueStacks হোম স্ক্রীন থেকে Ludo Master – এ ক্লিক করুন।
পদ্ধতি 2: NoxPlayer ব্যবহার করে পিসিতে লুডো মাস্টার ইনস্টল করুন
- প্রথমত, আপনাকে নিচের লিঙ্ক থেকে আপনার পিসিতে (উইন্ডোজ/ম্যাক) NoxPlayer ডাউনলোড করতে হবে।
- আপনার পিসিতে (উইন্ডোজ/ম্যাক) NoxPlayer Android Emulator ইনস্টল করুন।
- NoxPlayer Android Emulator খুলুন।
- আগের মতো গুগল প্লে স্টোর খুলুন এবং সার্চ বারে “Ludo Master” টাইপ করুন।
- প্রদর্শিত সার্চ রেজাল্ট থেকে লুডু মাস্টার অ্যাপটি খুঁজুন এবং ইনস্টল এ ক্লিক করুন।
- ইনস্টল করার পরে এটি ব্যবহার শুরু করতে হোম স্ক্রীন থেকে লুডু মাস্টার এ ক্লিক করুন।
এভাবে পিসি অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপে সহজেই লুডু মাস্টার গেম ডাউনলোড করে নিতে পারবেন।
লুডু মাস্টার গেম অনলাইন – মাস্টার কিং লুডু | ludo master online
অনলাইনে লুডু মাস্টার খেলার জন্য দ্বিতীয়তেই Online Multiplayer নামে একটি অপশন রয়েছে। ইন্টারনেট কানেকশন দিয়ে সেখান থেকে খুব সহজেই প্লেয়ার সংখ্যা নির্বাচন করে 2vs2 বা 4vs4 লুডু ম্যাচ খেলতে পারবেন।
আবার, আপনার লুডু মাস্টার এ ফ্রেন্ড রিকুয়েষ্ট এর মাধ্যমে করা বন্ধু কিংবা ফেসবুক আইডি লিংক করা থাকলে ফেসবুক ফ্রেন্ডদের সাথেও তৃতীয় অপশনে থাকা Local Multiplayer থেকে সহজেই বন্ধুদের সাথে খেলতে পারবেন।
লুডু মাস্টার জাভা গেম – ludo master java game
প্লে স্টোরে এতোসব লুডু গেমস থাকতে লুডু মাস্টার (Ludo Master) ই ডাউনলোড করব কেন? তাহলে এক নজরে দেখে নিন লুডু মাস্টার গেম এর স্ট্যাটিস্টিক্স –
- লুডু মাস্টার ডাউনলোড সাইজ – 62.99 MB
- লুডু মাস্টার এর প্লে স্টোর রেটিং – 4.2 Star
- মোট ডাউনলোড – ১০ মিলিয়ন+ (১ কোটি+)
- মোট রিভিউ – 114k+
- পজেটিভ রিভিউ – 87% এর উপরে
তাহলে বুঝতেই পাতছেন এতোগুলো লুডু গেমস থাকতে লুডু মাস্টার গেম ডাউনলোড করবো কেন, তার উত্তর। 🙂
শেষকথা:
আশা করি লুডু মাস্টার ডাউনলোড করা নিয়ে আর কোনো সমস্যা নেই। তাই লুডু মাস্টার গেম ডাউনলোড সম্পর্কে আর বলতে হবে না। পোস্টটি ভালো লাগলে সাথে সাথে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।