লুডু কিং ডাউনলোড করব কিভাবে? প্রশ্নটি গুগলে গিয়ে অনেকবার সার্চ করা হয়েছে। আজকে এতো বিস্তারিত আলাপ আলোচনা বাদ দিয়ে সরাসরি কিছু ধাপ ফলো করে লুডু কিং ডাউনলোড করে নিন।
আজকাল একটু অবসর পেলেই আমরা মেতে উঠি বিভিন্ন ঘরোয়া খেলায়। অনেক আগে থেকে লুডু খেলা জনপ্রিয় একটি ইনডোর গেমস। বৃষ্টির দিনে কিংবা একসাথে অনেক বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর অন্যতম একটি খেলা লুডু।
এখন লুডু খেলার জন্য লুডুর কোট কেনার প্রয়োজন নেই। হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই লুডু খেলার সফটওয়্যার ডাউনলোড করে শুরু করে দিন। আর বর্তমানে লুডু গেমসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় লুডু গেমস হলো লুডু কিং।
এখন দেখুন লুডু কিং গেমস ডাউনলোড করব কিভাবে, তার প্রোসেসগুলো।
লুডু কিং ডাউনলোড করব | লুডু খেলা ডাউনলোড
লুডু কিং ডাউনলোড কিংবা সবচেয়ে জনপ্রিয় লুডু খেলার সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য অল্প কিছু ধাপ অতিক্রম করতে হবে। এগুল হলো:
ধাপ – ০১:
প্রথমেই মোবাইলে ডাটা বা ওয়াইফাই কানেকশন দিয়ে, আপনার এন্ড্রয়েড ফোনে থাকা গুগল প্লে স্টোর (Play Store) ওপেন করতে হবে।
আইফোন হলে আপনার মোবাইলে থাকা এপ স্টোর (App Store) ওপেন করুন।
ধাপ – ০২:
এন্ড্রয়েড এর প্লে স্টোর কিংবা এপল হলে এপ স্টোর এর সার্চ বারে গিয়ে সার্চ করুন: Ludo King
ধাপ – ০৩:
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস চলে আসবে। এখন ‘Install‘ বাটনে ক্লিক করুন।
এপলেও একই। এন্ড্রয়েড থেকে এপ স্টোরের সাইটে প্রবেশ করায় Install বাটন শো করেনি। এপল হলে করতো। 😌
ধাপ – ০৪:
এখন লুডু কিং ডাউনলোড হয়ে গেলে এপসটি ওপেন করে নিচের ছবির মতো ভাষা সিলেক্ট করে নিলেই কাজ শেষ।
এভাবে এন্ড্রয়েড বা iOS (আইফোন) এ লুডু কিং ডাউনলোড করে নিতে পারবেন।
১ ক্লিকে লুডু কিং ডাউনলোড করুন
লুডু কিং ডাউনলোড এয়েড (Android)
লুডু কিং ডাউনলোড করব কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে? ludo chakka game
এন্ড্রয়েড বা এপল এর মতই প্রায় প্রসেস। চলুন দেখে নেই।
কম্পিউটার বা ল্যাপটপে লুডু কিং ডাউনলোড করার জন্য –
- ডেস্কটপ বা ল্যাপটপে প্রথমে নেট কানেকশন অন করুন।
- এই লিংকে ক্লিক করুন ☞ Ludo King
- আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে লুডু কিং এর ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে একটু নিচে গেলে Download from Window Store অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করুন। অথবা আমার এই লেখাটির ওপর ক্লিক করুন। ☞ Download from Window Store
এভাবে ডেস্কটপ বা ল্যাপটপে লুডু কিং সহজেই ডাউনলোড করব।
অনলাইন লুডু গেম ডাউনলোড – লুডু কিং ডাউনলোড করব
অনলাইনে লুডু কিং খেলার জন্য প্রথমেই Play Online নামে একটি অপশন রয়েছে। ইন্টারনেট কানেকশন দিয়ে সেখান থেকে খুব সহজেই প্লেয়ার সংখ্যা নির্বাচন করে 2vs2 বা 4vs4 খেলতে পারবেন।
আবার আপনার লুডু কিং এ ফ্রেন্ড রিকুয়েষ্ট এর মাধ্যমে করা বন্ধু কিংবা ফেসবুক আইডি লিংক করা থাকলে ফেসবুক ফ্রেন্ডদের সাথেও দ্বিতীয় অপশনে থাকা Play with Friends থেকে বন্ধুদের সাথে খেলতে পারবেন।
লুডু খেলার সফটওয়্যার – লুডু কিং ডাউনলোড করব কেন?
প্লে স্টোরে এতোসব লুডু গেমস থাকতে লুডু কিং ই ডাউনলোড করব কেন? তাহলে এক নজরে দেখে নিন এর স্ট্যাটিস্টিক্স –
- লুডু কিং ডাউনলোড সাইজ – 56.23 MB
- লুডু কিং এর প্লে স্টোর রেটিং – 4.2+
- মোট রিভিউ – ৮ মিলিয়ন+
- পজেটিভ রিভিউ – 85% এর উপরে
তাহলে বুঝতেই পাতছেন এতোগুলো লুডু গেমস থাকতে লুডু কিং কেন ডাউনলোড করব, তার উত্তর। 🙂
শেষকথা:
আশা করি লুডু কিং ডাউনলোড করা নিয়ে আর কোনো সমস্যা নেই। তাই লুডু কিং ডাউনলোড করব কিভাবে, আর বলতে হবে না। পোস্টটি ভালো লাগলে সাথে সাথে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।