রেফার করে ইনকাম খুব সহজেই এখন। রেফার করে ইনকাম করা এখন খুব জনপ্রিয় টাকা ইনকাম করার উপায়। গত পোস্টে একটি ভিডিও টিউটোরিয়ালসহ রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ নিয়ে বলেছিলাম। আজকে বাংলাদেশি এমন কিছু টাকা ইনকাম সাইট দেখবো।
আগের পোস্টে কিছু বিদেশি রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ সম্পর্কে বলেছিলাম। সেখান থেকে রেফার করে ডলার ইনকাম করে নিতে পারবেন। এবং সেই ডলার পেপাল, পেওনিয়ার, বিভিন্ন ওয়ালেট, এমনকি ব্যাংক ট্রান্সফারেও নিতে পারবেন। সেখান থেকে পেমেন্ট নিতে সমস্যা হলে আমি সাহায্য করবো।
➤ রেফার সম্পর্কে আমার আরো লেখা দেখুন: রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ – রেফার করে ইনকাম
তবে, আজকে এমন কিছু বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম 2022 এর কথা বলবো যেগুলো থেকে রেফার করে ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
আর এই সাইটগুলো ১০০% পেমেন্ট দেয়। তাতে কোনো সন্দেহ নেই। পেমেন্ট বিকাশ, রকেট, নগদ বিভিন্নভাবে নিতে পারবেন সহজেই। চলুন কথা না বাড়িয়ে সেই বাংলাদেশি app দিয়ে রেফার করে ইনকাম ইনকাম সম্পর্কে জেনে নেই।
রেফার মানে কি | রেফার কোড মানে কি | রেফার অর্থ কি | What is referral code | What does refer to mean?
আভিধানিক অর্থে রেফার (refer) মানে ‘নির্দেশনা’ বোঝায়। যেমন: আপনি আপনার এক আত্মীয়কে তার অসুস্থতার জন্য আপনার পরিচিত কোনো ডাক্তারকে সাজেস্ট করলেন। এখন আপনার সেই আত্মীয় যদি আপনার পরামর্শ মতো সেই ডাক্তার দেখায়, তাহলে সে আপনার রেফারে বা আপনার রেফারেন্সে সেখানে গিয়েছে।
রেফার অর্থ কি, এর ভালো উদাহরণ আমার কাছে নেই। এখন আসুন, টাকা ইনকামের ক্ষেত্রে রেফার মানে কি?
ধরুন, আপনি একটি ওয়েবসাইট বা একটি এপস থেকে একাউন্ট খুলে, কিছু স্টেপ ফলো করে কিছু টাকা ইনকাম করেছেন।
এখন আপনি আপনার বন্ধুকে সেই এপ থেকে টাকা আয় করতে আমন্ত্রণ জানাতে চাইছেন। তখন সেই ওয়েবসাইটে থাকা আপনার জন্য একটি ইউনিক লিংক রয়েছে।
এই লিংক আপনার বন্ধুকে শেয়ার করলে সে যদি একাউন্ট খুলে, তাহলে সে আপনার রেফারে একাউন্ট খুললো।
অনেক সাইটে এই রেফার অনেকে জানতে চেয়েছেন, রেফার কোড মানে কি?
রেফার লিংক এর মতোই রেফার কোড এর ব্যাপারটি। যে সাইট বা ওয়েবসাইটে আয় করার জন্য একাউন্ট খুলেছেন, সেই সাইটের প্রোফাইলে বা রেফার ফ্রেন্ড নামে আলাদা অপশনেই পেয়ে যাবেন রেফার কোড নামে একটি কোড।
এটি কপি করে আপনার বন্ধুকে শেয়ার করলে, সে যদি ঐ সাইটে একাউন্ট খোলার সময় রেফার কোড স্থানে আপনার সেই রেফার কোডটি বসিয়ে দেয়। তাহলে এর জন্য আপনি পেয়ে যাবেন কিছু টাকা।
এভাবেই, মূলত রেফার কোড (referral code) বা রেফার (refer) কাজ করে।
দেখুন: রেফার করে টাকা ইনকাম এর ভিডিও
রেফার কিভাবে করে | রেফার করে ইনকাম কিভাবে করে | Refer a Friend
আপনি আপনার সেই সাইট বা এপস এর প্রোফাইল বা রেফার ফ্রেন্ড নামে অপশনে যে রেফার লিংকটি পেয়েছেন। সেই লিংক সরাসরি আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন।
কাজ শেষ। আপনার সেই বন্ধু যদি ঐ লিংক থেকে একাউন্ট খুলে তাহলে হয়ে গেলো আপনার রেফারেন্স এ তার একাউন্ট।
ওপরে তো বল্লামই, রেফার মানে কি, রেফার কোড কি? যদি বলি, রেফার কিভাবে করে, তাহলে শুনুন।
আবার, রেফার কোড এর ব্যাপারটা বলি। রবফার লিংক এর সিস্টেম না থাকলে, আপনার সেই বন্ধুকে এপসটি ডাউনলোড করতে বলবেন অথবা সেই সাইটে গিয়ে সাইন আপ করতে বলবেন।
তখন সে সাইন আপ করার সময় রেফার কোড নামে একটি অপশন পাবে। সেখানে আপনার দেয়া কোড বসালেই হয়ে গেলো রেফার।
এখন কিছু কিছু সাইট রেফার এর জন্য যাকে রেফার করা হয় তার আয়ের প্রায় ১০%-৩০% পর্যন্ত ইনকাম এর সমপরিমাণ অর্থ তাকে দেয়া হয়, যে রেফার করেছে।
তাহলে বুঝতেই পারছেন, রেফার করে ইনকাম কতটা লাভজনক।
➤ আরো জানুন: বর্তমানে সোনার দাম কত? আজকের সোনার দাম
রেফার করে ইনকাম করার বাংলাদেশি কিছু এপস 2022 | make money with referrals free
বাংলাদেশি কয়েকটি রেফার করে ইনকাম করার অ্যাপ হলো:
- বিকাশ
- নগদ
- উপায়
- Sheba Bondhu
- cWork
- Daraz
- iFarmer
- Pathao Drive
১। বিকাশ থেকে রেফার করে ইনকাম – বিকাশ রেফার অফার | Bkash Refer Offer | Bkash Refer Bonus
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টাকা লেনদেন করার মোবাইল ব্যাংক হচ্ছে ‘বিকাশ‘। বিকাশে দৈনিক লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়। So, বিকাশ থেকে রেফার করে টাকা ইনকাম করে খুব সহজেই বিকাশে পেমেন্ট পাবেন। ( bkash refer offer 2022 )
কিছুদিন পরপরই বিকাশ, তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য বিকাশ রেফার অফার, বিকাশ রেফার বোনাস, মোবাইল রিচার্জ অফার, পে বিল অফার, পেমেন্ট অফার সহ আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিয়ে থাকে।
বেশ কিছুদিন আগে বিকাশে ছিলো রেফার করে ইনকাম অফার। 500 টাকা বোনাস পেতে বিকাশ অ্যাপে রেফার করার পর নতুন গ্রাহকদের লেনদেন নিশ্চিত করলেই দিয়ে দিত বোনাস। (bkash referral bonus 2022)
এখন অবশ্য এই রেফার বোনাস অফ রয়েছে। এখন চলছে ‘বিকাশ অ্যাপে প্রথম লেনদেনেই ১২৫ টাকা বোনাস’ অফার। বিকাশের এই অফারের বিস্তারিত জানুন: এই লিংকে
তাছাড়া বিকাশের সাইট থেকে দেখে আসতে পারেন, বর্তমানে বিকাশের সকল অফার সমূহ।
আশা করি বিকাশ থেকে রেফার করে টাকা আয় সম্পর্কে জেনে গিয়েছেন। (এই অংশ এডিট করা হয়েছে। কারণ আপাতত বিকাশের রেফার অফার বন্ধ রয়েছে।) বিকাশ এপস থেকে আরো অনেক ভালো ভালো অফার পেতে নিচের লিংক থেকে এপস ডাউনলোড করে নিন।
২। নগদ রেফার অফার – নগদ একাউন্ট রেফার অফার ২০২২ | Nagad Refer Offer
নগদ বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় নতুন। তবুও খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দেশের প্রতিটি কোণায় পৌঁছে গেছে এই নগদের এজেন্ট সিস্টেম। এখন এটি সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলোর মধ্যে একটি।
লক্ষ লক্ষ গ্রাহক এখন তাদের টাকা আদান প্রদান করতে এই অনলাইন মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করছেন।
তাই, নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নগদ প্রতিদিন নতুন নতুন অফার নিয়ে আসছে।
নগদ অ্যাপ থেকে রেফার করে কত টাকা পাব?
নগদ এপস থেকে রেফার করে ইনকাম এর পরিমাণ বাড়বে তত বেশি, যত বেশি আপনি রেফার করে কাওকে দিয়ে নগদ একাউন্ট খোলাতে পারবেন।
আমি নগদ অ্যাপ থেকে রেফার করব কিভাবে?
- নগদ এপস এ ‘রেফার করুন‘ নামে আলাদা একটি অপশনই রয়েছে। সেই ‘রেফার করুন‘ বাটনে ক্লিক করতে হবে।
- তারপর যাকে রেফার করবেন তার মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী ধাপে যান।
- এখন টাকার পরিমাণ এর জায়গায় ২১ লিখুন। কারণ রেফার করতে হবে আপিনাকে ২১ টাকা পাঠিয়ে।
- তারপির পিন নাম্বার দিয়ে পরবর্তী অপশনে চাপুন।
- তারপর ‘ট্যাপ করে ধরে রাখুন’ স্থানে একটু চেপে ধরুন। ব্যাস রেফার হয়ে গেলো।
আপনার বন্ধু এই রেফার করার জন্য 21 টাকা পাঠাতে হবে। ১৫ দিনের মধ্যে আপনার সেই বন্ধু নগদ একাউন্ট খুললে সে পেয়ে যাবে 25 টাকা এবং আপনি পাবেন 42 টাকা।
তাই, যতো বেশি রেফার করবেন ততো বেশি ইনকাম। আরো একটি নগদ অফার হলো: আপিনি প্রথমবার নগদ একাউন্ট খুললে পেয়ে যাবেন ২০ টাকা।
নগদের সর্বশেষ অফার দেখুন নিচের লিংকে:
৩। উপায় রেফার বোনাস – উপায় অফার | Upay Referral | Upay Refer
একদমই নতুন মোবাইল ব্যাংকিং ওপারেটর হিসেবে দিনদিন বেশ জনপ্রিয় ওঠছে ‘উপায়‘। বেশ আকর্ষণীয় অফার গ্রাহকদের মন জয় করে নিচ্ছে। উপায় রেফার বোনাস থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
উপায় রেফার বোনাস কিভাবে নিব? upay refer offer 2022

ইউসিবি ব্যাংকের এই প্রতিষ্ঠানটি উপায় এপিস থেকে একাউন্ট খুললে দিচ্ছে নগদ 55 টাকা বোনাস। আবার যেকোনো এজেন্ট অথবা এপস থেকে নিজেই খুব সহজেই ভোটার আইডি কার্ড দিয়েই উপায় একাউন্ট খুলতে পারবেন।
এজেন্টের থেকে একাউন্ট খুলেও পেয়ে যাবেন নগদ 35 টাকা বোনাস।
উপায় অ্যাপের মাধ্যমে প্রতিটি সফল রেফারেলের জন্য, আপনি 10 টাকা নগদ পুরস্কার করে পাবেন। ক্যাম্পেইন চলাকালীন আপনি একাধিকবার নগদ পুরস্কার পেতে পারেন।
তাই বেশি বেশি রেফার করে আয় বাড়িয়ে নিন।
এ উপায় রেফার বোনাস প্রচারের সময়কাল 20শে জুলাই 2022 থেকে 18ই আগস্ট 2022 পর্যন্ত। রেফার করে টাকা ইনকাম করার জন্য উপায় এই বিশেষ অফারটি দিচ্ছে।
উপায় থেকে ইনকামের পরিমাণ বাড়াতে উপায় এপস ডাউনলোড করে নিন।
৫। Sheba Bondhu থেকে রেফার করে ইনকাম – Bondhu App APK | Sheba xyz job circular
সেবা ডট xyz এর পক্ষ থেকে প্রকাশিত বন্ধু এপস (Bondhu Apps) দিচ্ছে রেফার করে ইনকাম করার সুবর্ণ সুযোগ। সেবা সাইট এখন শুধু হোম সার্ভিসের সুযোগই দিচ্ছে না। রেফার লিংক বন্ধুদের মাঝে শেয়ার করে টাকা ইনকাম এর সুযোগও দিচ্ছে।
➤ সেবা বন্ধু এপস থেকে রেফার করে টাকা ইনকাম সম্পর্কে বিস্তারিত জানুন: এখানে
প্রথমে নিচে দেয়া ডাউনলোড লিংক থেকে সেবা বন্ধু এপসটি ডাউনলোড করে নিন।
তারপর “সেবা বন্ধু” অ্যাপ থেকে আপনার বন্ধুর নাম, নাম্বার এবং যে সার্ভিসটির প্রয়োজন তা জানিয়ে রেফার করে দিন সহজেই।
সেবা এর সকল সার্ভিস নিন
তারপর সেবা হেল্প সেন্টার থেকে আপনার বন্ধুকে একটি কল করবে। তাকে সিলেক্ট করা সেই সার্ভিসটি দেওয়ার জন্য একটি অর্ডার প্লেস করে দিবে। পরবর্তীতে অর্ডার এর সিডিউল অনুযায়ী সেবা – এর একজন নিবন্ধিত কর্মী আপনার বন্ধুর সাথে যোগাযোগ করে তাকে সার্ভিস দিয়ে আসবে।
আপনার বন্ধুকে করা রেফারটি সঠিকভাবে সম্পন্ন হবার পর আপনি পাবেন সেই সার্ভিসের মূল্যের একটি অংশ। এই টাকা জমা হবে সেবা বন্ধু অ্যাপ এর ওয়ালেটে।
সেবা বন্ধু অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় আপনার একটি বিকাশ নাম্বার নেয়া হবে।
৭। Daraz থেকে রেফার করে ইনকাম – Daraz seller referral code
বাংলাদেশের অনেক জনপ্রিয় অনলাইন শপিং সাইট দারাজ “দারাজ বন্ধু প্রোগ্রাম” নামে একটি রেফার করে ইনকাম করার উপায় চালু করছে। এই রেফারেল প্রোগ্রামে আপনি জিতে যাবেন টাকাসহ আকর্ষণীয় পুরষ্কার।
প্রতি মাসে 1000 মূল্যের ভাউচার শুধুমাত্র আপনার বন্ধু এবং পরিবারকে Daraz অ্যাপ শেয়ার করে এবং রেফার করে পেয়ে যাবেন।
দারাজে রেফার কিভাবে করবো?
- নিচে ডাউনলোড লিংক থেকে Daraz অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন। একাউন্ট না থাকলে সাইন আপ করুন
- নিচে থাকা QR কোড স্ক্যান করে দারাজ বন্ধু প্রোগ্রাম পেজে যান।
- পরের পৃষ্ঠায়, রেফার লিংক তৈরি হবে। সেখান থেকে লিংকটি কপি করুন।
- সোশ্যাল মিডিয়ায় বা অন্য প্লাটফর্মে বন্ধুদের মাঝে কপি করা লিঙ্কটি শেয়ার দিন।
সেই রেফারেল লিঙ্কটি ব্যবহার করে প্রতি মাসে একএকটি সফল রেফারেলে আপনাকে দেয়া হবে 100 ভাউচার (এক মাসের জন্য 1000 টাকা পর্যন্ত ভাউচার)
আর যতো রেফার, ততো ইনকাম। দারাজ এপসটি ডাউনলোড করুন।
৯। Pathao Drive থেকে রেফার করে ইনকাম – Referral code for Pathao drive
পাঠাও বাংলাদেশ এর সবচেয়ে দ্রুত বর্ধনশীল রাইড শেয়ারিং কোম্পানিগুলোর একটি। যদিও এটি বেশিরভাগ বাইকের সাথে সম্পর্কিত। তবুও এটি সম্প্রতি গাড়ির সুবিধাও যুক্ত করেছে।
এছাড়াও আপনি আপনার প্রিয়জন এবং বন্ধুদের কাছে এটি রেফার করে, রেফার কোড ব্যবহার করে পাঠাওতে আপনার রাইড থেকে সর্বাধিক সুবিধা নিতে পারেন।
শুধু আপনার বন্ধুদের কাছে পাঠাও রেফার করুন এবং পাঠাও এর সাথে আপনার পরবর্তী যাত্রায় 50% পর্যন্ত ছাড় পান।
- পাঠাও এপসে রেফার করে আয় করতে আপনার বন্ধুকে রেফার লিংক ও রেফার কোড শেয়ার করুন।
- আপিনার বন্ধু সেই লিংক থেকে রেজিষ্ট্রেশন করে আপনার রেফার কোড ব্যবহার করতে হবে।
- সফল রেজিস্ট্রেশন আপনার বন্ধুর অন্তত ৫টি পাঠাও রাইড সম্পন্ন করতে হবে।
- এভাবে আপিনি পেয়ে যাবেন প্রতি রেফারে ২৫০ টাকা করে।
পাঠাও থেকে রেফার করে টাকা ইনকাম সম্পর্কে বিস্তারিত জানুন নিচের লিংকে:
তাই দেরি না করে পাঠাও এপস ডাউনলোড করে নিন।
৮। iFarmer থেকে রেফার করে ইনকাম – iFarmer Career
iFarmer কৃষক এবং ব্যবসার জন্য সবচেয়ে বড় অর্থপ্রদানকারী প্রতিষ্ঠিত হিসেবে পরিচিত। এর লক্ষ্য খাদ্য উৎপাদকদের (কৃষকের) জীবনকে আর্থিকভাবে সমৃদ্ধ করা।
তারা কৃষক এবং ভোক্তার মধ্যে মধ্যস্থতার প্রয়োজন দূর করে প্রতিযোগিতামূলক মূল্যে তাদের পণ্য বিক্রি করতে কৃষকদের সাহায্য করে।
তারা তাজা পণ্যের জন্য সর্বোত্তম বাজার ব্যবস্থা সনাক্ত করতে, কৃষকদের অর্থপূর্ণ প্রতিক্রিয়া প্রদান করতে এবং কৃষি পণ্যের জন্য সর্বোত্তম বাজার সনাক্ত করতে প্রযুক্তির ব্যবহার করে।
ifarmer এ রেফার করে ইনকাম করার তেমন বেশি সুযোগ না থাকলেও কিছু ইনকাম করতে পারবেন। তাদের এপস ডাউনলোড করে নিন।
শেষকথা:
রেফার করে ইনকাম – রেফার করে টাকা ইনকাম ২০২২ সম্পর্কিত আজকের পোস্ট এ পর্যন্তই। রেফার করে টাকা ইনকাম সম্পর্কে ২টি পোস্টে বিস্তারিত আলোচনা করেছি। দরকার হলে আরো করবো। পোস্টটি শেয়ার করুন বেশি বেশি। আসসালামু আলাইকুম।
রেফার করে ইনকাম, রেফার করে টাকা ইনকাম, বিকাশ রেফার বোনাস, রেফার কিভাবে করে, make money referring apps, best paid referral programs, refer friends for cashe, arn money by referring friends