এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ – সর্বশেষ প্রকাশিত রুটিন

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ অর্থাৎ সকল বোর্ডের এসএসসি রুটিন ২৭ এপ্রিল, ২০২২ প্রকাশ করা হয়েছেলো “মাউশি (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা)” এর অফিসিয়াল ওয়েবসাইটে। সিলেটের ভয়াবহ বন্যায় পরীক্ষা পেছানোয় আবারো প্রকাশ করা হলো এসএসসি পরীক্ষার রুটিন ২০২২।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২

দেশের সকল শিক্ষা বোর্ডের জন্য “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা” এর ওয়েবসাইটে ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্রক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত রুটিনটিই এসএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন।

বিঃ দ্রঃ পুনরায় পোস্টটি আপডেট করে পুনঃপ্রকাশিত রুটিন আপলোড করা হয়েছে। 

SSC Exam Routine অর্থাৎ এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ যারা ডাউনলোড করেননি তাদের জন্য রয়েছে ssc exam routine 2022 pdf download এর সুযোগ।

এর আগে ১৯ জুন থেকে পরীক্ষা হওয়ার কথা থাকলেও সিলেটের ভয়াবহ বন্যায় অনির্দিষ্টকালের জন্য এসএসসি পরীক্ষা ২০২২ পিছিয়ে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ ৩১ জুলাই, ২০২২ রোজ রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সকল বোর্ডের জন্য এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশিত হয়।

 

২০২২ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস। short syllabus ssc 2022

যারা এখনো এসএসসি ২০২২ সংক্ষিপ্ত সিলেবাস (পুনর্বিন্যাসকৃত সিলেবাস) ডাউনলোড করেননি তারা নিচের লিংক থেকে সহজেই এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ pdf download করে নিন।

এসএসসি ২০২২ সংক্ষিপ্ত সিলেবাস (পুনর্বিন্যাসকৃত সিলেবাস) সকল বিষয় দেখুন: এসএসসি ২০২২ সংক্ষিপ্ত সিলেবাস

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস pdf download করতে ক্লিক করুন: ২০২২ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস pdf download

২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন – ssc porikha routine

২০২২ সালের এসএসসি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, ২০২২ থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর এবং শেষ হবে ০১ অক্টোবর ২০২২। বোর্ডের প্রকাশিত রুটিনের তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষা ২০২২ শুরু হতে চলেছে ১৫/০৯/২০২২ খ্রি. রোজ বৃহস্পতিবার থেকে

আর তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ০১/০৯/২০২২ তারিখ শনিবারে। আর ১০/১০/২০২২ তারিখ ব্যাবহারিক পরীক্ষা শুরু হবে যা চলবে ১৫/১০/২০২২ তারিখ পর্যন্ত।

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় সময় কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ, সকল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০-১১ টার পরিবর্তে সকাল ১১ টা – ০১ টা পর্যন্ত

বোর্ড নির্ধারিত মানবণ্টন ও পুনর্বিন্যাসিত পাঠ্যসূচির ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ৯টি বোর্ড (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ) এই একই রুটিনে এবং একই সিলেবাসে পরীক্ষা হবে।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২

বিষয় ও সময়
সকাল ১১ টা থেকে ০১ টা পর্যন্ত
তারিখ ও বারবিষয় কোড
বাংলা ১ম পত্র (আবশ্যিক বিষয়)১৫/০৯/২০২২ [বৃহস্পতিবার]১০১
বাংলা ২য় পত্র (আবশ্যিক বিষয়)১৭/০৯/২০২২ [শনিবার]১০২
ইংরেজি ১ম পত্র (আবশ্যিক বিষয়)১৯/০৯/২০২২ [সোমবার]১০৭
ইংরেজি ২য় পত্র (আবশ্যিক বিষয়)২০/০৯/২০২২ [মঙ্গলবার]১০৮
গণিত (আবশ্যিক বিষয়)২২/০৯/২০২২ [বৃহস্পতিবার]১০৯
পদার্থবিজ্ঞান২৪/০৯/২০২২ [শনিবার]১৩৬
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা২৪/০৯/২০২২ [শনিবার]১৫৩
ফিন্যান্স ও ব্যাংকিং২৪/০৯/২০২২ [শনিবার]১৫২
কৃষি শিক্ষা২৫/০৯/২০২২ [রবিবার]১৩৪
রসায়ন২৬/০৯/২০২২ [সোমবার]১৩৭
পৌরনীতি ও নাগরিকতা২৬/০৯/২০২২ [সোমবার]১৪০
ব্যবসায় উদ্যোগ২৬/০৯/২০২২ [সোমবার]১৪৩
ভূগোল ও পরিবেশ২৭/০৯/২০২২ [মঙ্গলবার]১১০
জীববিজ্ঞান২৮/০৯/২০২২ [বুধবার]১৩৮
অর্থনীতি২৮/০৯/২০২২ [বুধবার]১৪১
হিসাববিজ্ঞান২৯/০৯/২০২২ [বৃহস্পতিবার]১৪৬
উচ্চতর গণিত০১/১০/২০২২ [শনিবার]১২৬

 

এসএসসি পরীক্ষার সময়সূচি

সকাল ১১ টা থেকে ০১ টা পর্যন্ত সকল বিষয়ের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ড নির্দেশনা অনুযায়ী ১৫/০৯/২০২২ তারিখ থেকে ০১/১০/২০২২ তারিখ এর মধ্যে সকল বিভাগের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়ে যাবে।

পরবর্তীতে কিছুদিন দুর্গাপূজার ছুটির পর ১০/১০/২০২২ তারিখ থেকে ১৫/১০/২০২২ তারিখ এর মধ্যে ব্যাবহারিক পরীক্ষা শেষ হয়ে যাবে।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ (সকল বোর্ড)- SSC Routine 2022

 

SSC Routine 2022 pdf download | এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ pdf download

২০২২ সালের এসএসসি রুটিন পিডিএফ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:

yes, এখন এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ পিডিএফ ডাউনলোড করতে পারবেন এক ক্লিকেই।

 

শিক্ষা সংক্রান্ত আরও কিছু আকর্ষণীয় পোস্ট যা এসএসসি পরীক্ষার্থীদের উপকারে আসবে

☞ এসএসসি ২০২২ সংক্ষিপ্ত সিলেবাস (পুনর্বিন্যাসকৃত সিলেবাস)

☞ সৃজনশীল প্রশ্ন কী? সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম (বোর্ডের নিয়ম)

☞ সুন্দর হাতের লেখা – হাতের লেখা সুন্দর ও দ্রুত করার ১২ টি নিয়ম

 

এসএসসি ২০২২ নতুন মানবন্টন

এসএসসি ২০২২ নতুন মানবন্টন মাউশির সাইটে আজ ৩১/০৭/২০২২ তারিখে প্রকাশ করা হয়েছে।

সময় ২:০০ ঘণ্টা করে সকাল ১১ টা থেকে ০১ টা পর্যন্ত।

নতুন মানবন্টন হলো:

 

 

2022 ssc পরিক্ষা কবে হবে

১৫/০৯/২০২২ ইং 2022 ssc পরিক্ষা হবে।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ০১ অক্টোবর পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ব্যাবহারিক পরীক্ষা হবে।

এসএসসি পরীক্ষার নোটিশ 2022 – 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের রুটিন

আজ ৩১ জুলাই মাউশির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা হয় এক নোটিশ এর মাধ্যমে। এ নোটিশে ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার তারিখ ঘোষিত হয় এবং বিজ্ঞান বিভাগের তিন বিষয় (বা.বি.প, ইসলাম ও নৈতিক শিক্ষা, আইসিটি) বাদ দিয়ে নতুন সিলেবাস ধার্য হয়।

শেষকথা:

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ (সকল বোর্ড)- SSC Routine 2022 আজকের মতো এই পর্যন্তই। এসএসসি পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশ হয়ে গেলো। ১৫ সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা। সুতরাং, দেরি না করে ভালোভাবে এসএসসি ২০২২ এর শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে থাকো। আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাও, ইনশাআল্লাহ সফল হবেই। পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত পোসট পেতে আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।

Leave a Comment